Tripura:পূর্ব আড়ালিয়ায় বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ খালি বাড়িতে চোরের হানা৷ সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে চোরের দল৷ ঘটনাটি ঘটেছে পূর্ব আড়ালিয়া এলাকায়৷ চুরি কাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার বাসিন্দা মাধব সরকার এবং উনার পরিবার কয়েকদিন ধরে বাড়ি ছিলেননা৷ উনার ছোট ছেলে প্রতিদিন একবার করে বাড়িতে এসে যেত বলে জানিয়েছেন মাধব সরকার৷ তবে শনিবার সকালে বাড়িতে উনার ছেলে এসে দেখতে পায় ঘরের সব কিছু নিয়ে গেছে চোরের দল৷ স্বর্ণালংকার সহ নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল৷ খবর দেওয়া হয়েছে পুলিশের৷ তবে ঘটনার সঙ্গে এলাকার কোনো লোক জড়িত আছে বলে ধারনা মাধব সরকারের৷ এখন দেখার পুলিশ চোরদের পাকড়াও করতে পারে কি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *