নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ব্রু সংগ্রামা সামাজিক সংস্থার এক প্রতিনিধি দল শনিবার এক বৈঠকে মিলিত হলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রাম পদ জমাতিয়ার সঙ্গে৷ এদিন ১১ জনের এক প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন৷
মূলত রিয়াং জনজাতিদের সমাজের সামাজিকতা আইন দ্রুত পাশ করার দাবিতেই তারা এই বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছেন ব্রু সংগ্রামা সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খুনারাম রিয়াং৷ এদিনের এই বৈঠকে এ ডি সি প্রশাসনের উপস্থিত থাকার কথা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না৷ তাই পুনরায় আগামী ৪ঠা আগস্ট পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷