নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। শনিবার সকালে ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্ত। বৃষ্টির সৌজন্যে রাজধানীতে গরমের তাপ অনেকটাই কমেছে, তবে বৃষ্টির জন্য এদিন সকালে দিল্লিতে ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টি হয়েছে হরিয়ানাতেও। শুক্রবার রাতের প্রবল বৃষ্টিতে হরিয়ানার গুরুগ্রাম শহরের বিভিন্ন স্থানে জল জমে যায়।
বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তরাখন্ড ও কর্ণাটকেও। ভারী ও অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে শুক্রবার গভীর রাতে দেহরাদূনের সাহারানপুর চকে জলে জমে যায়। লাম্বাগড়ে অবস্থিত খাচদা ড্রেনে জল বাড়ার কারণে বদ্রীনাথ ৭ নম্বর জাতীয় সড়কের একটি অংশ ভেসে গিয়েছে। শনিবার সকালে কর্ণাটকের মেঙ্গালুরু শহরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয়। দক্ষিণ কন্নড় জেলার ডেপুটি কমিশনার রাজেন্দ্র কে ভি জানিয়েছেন, ছোট শিশুদের নিরাপত্তার কথা ভেবে মেঙ্গালুরুতে ছুটি ঘোষণা করা হয়েছে।