নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশ থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের সংবাদে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ শনিবার সকালে গোমতি জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশ থেকে একটি সদ্যোজাত মৃত শিশুর দেহ উদ্ধার হয়েছে৷
জানা যায় রোগীর পরিবারের লোকজনরা গোমতী জেলা হাসপাতালের সামনে বিশ্রামাগারে অপেক্ষা করছিলেন৷ তখনই তারা দুর্গন্ধ পান৷ কিছুটা এগিয়ে গিয়ে তারা লক্ষ্য করেন ট্রমা সেন্টারের সামনেই একটি শিশুর মৃতদেহ পড়ে রয়েছে৷ সদ্যোজাত মৃত শিশুটিকে একটি সারমেয় টানাটানি করছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়৷
খবর পেয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে যান৷ তিনিও ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ কোথা থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহটি ট্রমাসেন্টারের সামনে এসেছে সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য দাবি উঠেছে৷ উল্লেখ্য এ ধরনের ঘটনা প্রায় সময়ই বিভিন্ন স্থানে ঘটে চলেছে৷

