Tripura:পঞ্চায়েত মেম্বারের বেধরক মারে গুরতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ অমরপুর মহকুমাধীন রামকৃষ্ণ কলোনীতে নির্বাচিত পঞ্চায়েত সদস্যের অমানবিক কাজকর্ম ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এলাকার এক পরিবারের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করে এক ব্যক্তিকে পিটিয়ে বেধরক জখম করেছে শাসক দলের পঞ্চায়েত সদস্য ও তার ভাই৷ এ ব্যাপারে বীরগঞ্জ থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ স্ত্রীর অবৈধ স্বম্পর্কের সন্দীহানে সৃষ্ট পারিবারিক ঝগড়ায় আচমকাই অনধিকার প্রবেশ রাম ভক্ত পঞ্চায়েত সদস্যের৷ প্রচন্ড লাঠির আঘাতে স্বামী সুশীল দাসের পিঠ থেতলে দিলো উক্ত রাম ভক্ত সঞ্জয় দাস৷ ঘটনা অমরপুর মহকুমাধীন রামকৃষ্ণ কলোনী এলাকায়৷ ঘটনার বিবরনে জানা যায়, স্ত্রীর আবৈধ সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর পারিবারিক ঝগড়ায় সুশীল দাস নামে এক ব্যক্তিকে প্রচন্ড ভাবে মারধর করে আহত করে পঞ্চায়েত মেম্বার সঞ্জয় দাস ও তার সহোদর৷ জানা যায়, দীর্ঘদিন যাবত সুশীল ও তার স্ত্রীর ঝগড়া লেগেই রয়েছে৷ সুশীলের দাবী তার স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে৷ সেই বিষয় নিয়ে কিছু বললেই তাদের মধ্যে ঝগড়া বাধতো৷ এই ঝগড়া নিত্যদিনের৷ সুশীলের অভিযোগ সুশীলকে আরো মারা হয়েছে৷ এই বিষয় নিয়ে ডাক দেওয়ায় এবং পুরো ঘটনাটি ঘটে সুশীলের স্ত্রীর ইন্দনে৷ গতকাল রাত থেকেই তাদের মধ্যে ঝগড়া বাধে বিভিন্ন বিষয় নিয়ে৷ সেই ঝগড়া রাত গড়িয়ে সকালেও চলতে থাকে৷ তখনই সুশীলের স্ত্রী পাশের বাড়িতে থাকা অমরপুর পূর্বরাঙ্গামাটি পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য সঞ্জয় দাস ও তার ভাইকে ডেকে পাঠায়৷ তারা দুই ভাই মিলে চড়াও হয়ে বিচারের নামে প্রচন্ড ভাবে মারধর করে সুশীলকে৷ মারধোরের গতি এতটাই তীব্রতর ছিলো যে সুশীলের পিঠ সহ সারা শরীর থেতলে দেওয়া হয়৷ পুরো শরীরে রয়েছে লাঠির আঘাত৷ ঘাড়ের মধ্যে আঘাত করা হয় গাছের লাকড়ি দিয়ে৷ এইভাবেও কি কেউ কাউকে মারতে পারে? প্রশ্ণ এলাকাবাসীর৷ যে কেউ এই আঘাত দেখে আতকে উঠছেন৷ সভ্য সমাজ কি এই ঘটনা মেনে নেবে? তাও একজন পঞ্চায়েতের সদস্য জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায় যিনি নিয়োজিত, উনার বিচারের ধারা যদি এমন জঘন্যতম হয় তাহলে সাধারণ মানুষের বিশ্বাস কি থাকবে জনপ্রতিনিধীদের উপর! পুরো ঘটনার বিবরণ দিয়ে অমরপুর বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে সুশীল দাস৷ এখন দেখার, এই ঘটনা নিয়ে পুলিশ কি ধরনের ভূমিকা পালন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *