শ্রীনগর, ৩০ জুলাই (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় এনকাউন্টার চলাকালীন সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়ানিগাম বালা এলাকার ঘটনা, ওই এলাকায় এখনও চলছে গুলির লড়াই। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলেছে পুলিশ ও সুরক্ষা বাহিনী।
কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর শনিবার সকাল থেকে বারামুল্লা জেলার ওয়ানিগাম বালা এলাকায় অভিযান চালায় পুলিশ ও সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন প্রথমে জঙ্গিরা গুলি চালায়, সুরক্ষা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দিলে নিকেশ হয় এক জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে।