রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী বিমানের চাকা, অসমের দুর্ঘটনায় সুরক্ষিত সমস্ত যাত্রী

জোরহাট ও কলকাতা, ২৯ জুলাই (হি.স.): যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগো বিমানের চাকা। ঘটনাটি ঘটেছে অসমের জোরহাট বিমানবন্দরে। ঘটনার সময়ে ওই বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার রাতে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী বিমানটির চাকা পিছলে গিয়ে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়।

ঘটনার জেরে বাতিল করা হয় কলকাতাগামী ৬এফ-৭৫৭ ফ্লাইটটি। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, ইন্ডিগোর কলকাতাগামী ফ্লাইট জোড়হাটে টেক-অফের সময় পিছলে যায়। এ ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। বিমানটির প্রাথমিক পরিদর্শনকালে কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *