গুজরাটে বিষমদে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত: কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) :গুজরাটে বিষমদে মৃত্যুর ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

শুক্রবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, গুজরাটে এখন পর্যন্ত বিষমদ পান করার কারণে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন অনেকে। তিনি আরও বলেন, গুজরাটে মদ নিষিদ্ধ হওয়ার পরও সেখানে বেআইনিভাবে মদের ব্যবসা চলছে। খেরা আশংকা প্রকাশ করে বলেন, ক্ষমতাবান ব্যক্তিরা এই ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তাই গুজরাট হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। তাহলেই মানুষ ন্যায়বিচার পাবে।
খেরা বলেন, কংগ্রেসের দাবি সরকার অবিলম্বে বিষমদ পানের কারণে প্রাণ হারিয়েছে তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ঘোষণা করা উচিত। খেরা বলেন, যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে এবং তাদের যথাযথ ক্ষতিপূরণও দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *