নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) : শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরির ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একদিন পর শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন।
অধীর চৌধুরির বিতর্কিত মন্তব্য ও অন্যান্য বিষয় নিয়ে হট্টগোলের জেরে শুক্রবারও সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়।
‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বড় ধরনের রাজনৈতিক বিরোধ তৈরি হয়। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলে আক্রমণ করে “ইচ্ছাকৃত অশালীন অপমান” করার জন্য অভিযুক্ত করেছে এবং কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
যদিও অধীর চৌধুরি বলেছেন, কখনই রাষ্ট্রপতিকে অসম্মান করতে চাননি এবং তাঁর ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যটি “ভুলবশত বলেছেন”।