ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। দাবার নিয়মাবলী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। অত্যন্ত প্রয়োজনীয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতায় অত্যাধুনিক নিয়মাবলী নিয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল এর অন্যতম আকর্ষণ। উদ্যোক্তা ম্যাট্রিক্স চেস একাডেমি। বুধবার সন্ধ্যায়। কৃষ্ণনগরস্থিত একাডেমির অফিস বাড়িতে সেমিনারটি পরিচালনা করেন ফিডে আরবিটার অনুপম ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ম্যাট্রিক্স চেস একাডেমির কোচ কিরীটী দত্ত এবং ত্রিপুরা স্পোর্টস জার্ণালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ। মেট্রিক্স আয়োজিত দ্বিতীয়বর্ষ অপর্ণা দত্ত স্মৃতি রেটিং দাবা প্রতিযোগিতাকে সামনে রেখেই ওই সেমিনারের উদ্যোগ। রাজ্যের দাবার ইতিহাসে এবারই প্রথম দাবাড়ুদের ভালোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা অন্য আকাদেমি কখনও করার কথাও সম্ভবত ভাবেনি। আকাদেমির ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন দাবাড়ু, গার্জিয়ান, এমনকি আগ্রহী ক্রীড়া ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন সেমিনারে। এরমধ্যে উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ দাবাড়ু তথা আইনজীবি রাখাল মজুমদার। প্রসঙ্গত: ১৩-১৮ আগস্ট হবে দ্বিতীয়বর্ষ অপর্ণা দত্ত স্মৃতি রেটিং দাবা প্রতিযোগিতা। অত্যন্ত দক্ষতার সঙ্গে খুদে দাবাড়ুদের দাবা খেলার আধুনিক নিয়মাবলী শেখান আরবিটার অনুপম ভট্টাচার্য। দাবার চাল দেওয়ার পর কী কী করতে হয় তা নিয়েও হাতে কলমে প্রশিক্ষণ দেন অনুপম। ওই সেমিনার থেকে উপকৃত হলো দাবাড়ুরা, সেমিনার শেষে ওই অভিমত ব্যক্ত করেন দাবাড়ুদের অভিভাবকরা। আগামীদিনেও এ ধরনের সেমিনারের যাতে আরও আয়োজন করা হয় আকাদেমির কোচের কাছে অনুরোধ করেন অভিভাবকরা। পরে অনুপম ভট্টাচার্য বলেন, “বিভিন্ন আসর পরিচালনা করার সময় দেখতে পাই দাবাড়ুরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছে। মেট্রিক্স সুযোগ করে দিলো দাবাড়ুদের এব্যাপারে অবগত করার। যা থেকে সামনে দিনে দাবাড়ুরা আরও ভালো খেলবে ওই বিশ্বাস রয়েছে”।