শ্রীনগর, ২৮ জুলাই (হি.স.) : অমরনাথ যাত্রার পথে ফের বাধা হয়ে দাঁড়াল খারাপ আবহাওয়া। ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। এদিন ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কোনও যাত্রীকে বালতাল অথবা পহেলগামের দিকে যেতে দেওয়া হয়নি।
বুধবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টি শুরু হয় কাশ্মীরের বিভিন্ন প্রান্তে, বৃষ্টি চলে সারারাত। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও আবার ভূমিধসের ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এদিন অমরনাথ যাত্রা সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় অমরনাথ যাত্রায় অনুমতি দেওয়া হবে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকালেই গান্ডেরবাল জেলার গুন্ড তালুকের অন্তর্গত কুল্লান এলাকায় কাঁদামাটির ধস নামে। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-লেহ হাইওয়ে। বিকল্প রাস্তা থেকে চলাচল করে যানবাহন।