নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ফের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরা। এবার ২৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে দিন-রাত প্রতিবাদ কর্মসূচির হুঙ্কার দিয়েছেন বিরোধীরা। আগামী ৫০ ঘন্টা দিন-রাত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা, এমনটাই বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভা থেকে মোট ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, টিআরএস, সিপিআই (এম), সিপিআই ও আম আদমি পার্টির সাংসদরা রয়েছেন।
সংসদে অসংসদীয় ও অনভিপ্রেত আচরণের জন্য এই ২৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ২০ জনকে চলতি সপ্তাহের জন্য ও ৪ জন কংগ্রেস সাংসদকে এবারের সম্পূর্ণ বাদল অধিবেশনেই সাসপেন্ড করা হয়েছে। এবার এই ২৪ জন সাংসদের পাশে বিরোধী ঐক্য, রাজ্যসভার ২০ জন সাংসদ ও লোকসভার ৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ৫০ ঘন্টা, দিন-রাত প্রতিবাদ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা।
এদিকে বিরোধীদের হইহট্টগোলের কারণে বুধবারও দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও উভয়কক্ষে শান্তি ফেরানো যায়নি, তাই দুপুর দু’টো অবধি উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।