ত্রিপুরা : ৭২ ঘণ্টা পরও হদিস নেই নাবালিকার, প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ সোনামুড়ায়

সোনামুড়া(ত্রিপুরা), ২৭ জুলাই (হি. স.) : অপহরণের ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানিয়ে বুধবার ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছে। এদিন ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছে।

প্রসঙ্গত, সোনামুড়ার  বলেরডেপা এলাকা থেকে অপহরণের ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। তাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বুধবার সোনামুড়ায় মূল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। গতকালও ছাত্র সমাজ সোনামুড়া চৌমুহনীতে পথ অবরোধ করেছিল।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, অপহৃত নাবালিকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। এদিকে, নাবালিকা অপহরণের প্রতিবাদে রাস্তা অবরোধের ফলে  অবরোধস্থলের দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান। পুলিশ দ্রুত নাবালিকা ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। কিন্তু পুলিশের এ ধরনের প্রতিশ্রুতিতে আন্দোলন প্রত্যাহার করে নিতে অস্বীকার করেছে ছাত্রছাত্রীরা। অপহরণের প্রতিবাদে সোনামুড়ায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *