তেলিয়ামুড়া, ২৭ জুলাই : দীর্ঘ চার মাস অতিক্রান্ত হওয়ার পরও রেগা শ্রমিকদের মজুরীর টাকা মিটিয়ে না দেওয়ায় তেলিয়ামুড়া ব্লকের দুস্কি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ক্ষুদ্ধ শ্রমিকরা। ফলে এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের কক্ষ বেশ কয়েক ঘন্টা তালা বন্ধ থাকে। ভিলেজ কার্যালয়ে কর্মরত কর্মীরা তালা বন্দি অবস্থায় আটকে পড়েন।
জানা যায়, চলতি বছরের মার্চ মাসে দুস্কি এ.ডি.সি ভিলেজ কার্যালয়ের অধীন রেগার শ্রমিকরা রেগার কাজ করেছিল দুস্কি এলাকায়। কিন্তু এখনো তাদের কাজের টাকা পায়নি। বুধবার রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে রেগার শ্রমিকরা তালা ঝুলিয়ে দেয় এডিসি ভিলেজ কার্যালয়ে। প্রায় ২৫০ জন রেগার শ্রমিকের রেগার কাজের টাকা এখনো দেওয়া হয়নি।
জানা যায়, ২৫০ জন রেগার শ্রমিকের সর্বমোট প্রায় পাচ লক্ষ টাকা এখনো দেওয়া হয়নি। ভিলেজ কার্যালয়ে তালাবন্দীর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া আর.ডি.ব্লকের অ্যাডিশনাল বিডিও হরিপদ সরকার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ও টি এস আর বাহিনী। ক্ষুব্ধ রেগার শ্রমিকদের সঙ্গে কথা বলেন ব্লকের আধিকারিক তথা এডিশনাল ভিডিও হরিপদ সরকার।
তিনি ক্ষুব্ধ রেগার শ্রমিকদের আশ্বাস দেন অতি দ্রুত তাদের প্রাপ্য রেগার কাজের টাকা মিটিয়ে দেওয়া হবে। এ বিষয়ে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের এডিশনাল ভিডিও হরিপদ সরকার জানান, আগামী ১৫ দিনের মধ্যে রেগার শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু ব্লক আধিকারিকের এই আশ্বাসের পরেও ক্ষুব্ধ রেগার শ্রমিকরা তালামুক্ত করেনি দুস্কি এডিসি ভিলেজ কার্যালয়টি। রেগার শ্রমিকদের দাবি লিখিত আকারে তাদের এই আশ্বাস দিতে হবে।