নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, দলীয় কর্মীদের নিরাশ করতে কংগ্রেস দলকে হয়রান করছে ইডি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা ভয় পাব না। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি কাণ্ডে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে দু’দিন প্রায় ৮ ঘন্টা জেরা করেছে ইডি। খাড়গের মতে, সোনিয়া গান্ধীর শরীর ভালো নেই, তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে।
বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস দলকে হয়রান করছে ইডি। আমাদের সভানেত্রীর শরীর ভালো নেই। তবুও তাঁকে বারবার তলব করা হচ্ছে। এটা আমাদের কর্মীদের নিরাশ করার চেষ্টা, কিন্তু আমরা ভয় পাব না।” এদিকে, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়াকে জেরার প্রতিবাদে এদিন মুম্বইয়ের বোরিভালি স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সেবাদল কর্মীরা।