BRAKING NEWS

Sushant Chowdhury:ক্রীড়া মন্ত্রী ও স্পোর্টস কাউন্সিলকে চুক্তিবদ্ধ কোচদের অভিনন্দন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।চুক্তিবদ্ধ কোচদের দীর্ঘদিনের দাবি ছিলো। তাঁদের বেতনক্রম বাড়ানো। যা আগের সরকার কার্যত কর্ণপাত করেননি। ঝড় বৃষ্টি রৌদ্রে কাজ করলেও সর্ব সাকুল্যে তাঁদের ভাগ্যে জুটতো মাত্র সাড়ে ৪ হাজার টাকা। পালা বদলের পর নতুন সরকারের কাছে ওই দাবি আরও জোড়ালো ভাবে করেন চুক্তিবদ্ধ কোচরা। সবকিছু বিবেচনা করেই বর্তমান সরকার বৃদ্ধি করলো চুক্তিবদ্ধ কোচদের বেতনক্রম। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অনুমোদিত  চুক্তিবদ্ধ কোচদের বিগত অনেক বছর ধরে বেতন ছিল ৪৫০০ টাকা। বিজেপি  সরকার আসার পর তাদের বেতন  বাড়িয়ে দেওয়া হলো আরও তিন  হাজার টাকা করে। এখন সর্বমোট তাদের বেতন হলো ৭৫০০ টাকা। এতে খুশি সবাই। এই খুশিতে  ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চুক্তিবদ্ধ কোচরা রাজ্যের ক্রীড়ামন্ত্রী  সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত ও যুগ্ম-সচিব সরযূ চক্রবর্তীকে অভিনন্দন জ্ঞাপন করলেন। জুডো কোচ প্রদীপ সরকার এই সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *