আগরতলা, ২৭ জুলাই : ফের এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রাম বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল একটি দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রচুর জিনিসপত্র এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গান্ধীগ্রাম এলাকায় দিনের দিন বেড়েই চলেছে চোরের উপদ্রব। একই সাথে টেক্কা দিয়ে বেড়ে চলেছে নেশাখোরদের আস্তানা। বেশ কয়েক মাস আগে সাহা পাড়াস্থিত সংহতি সংঘ লাগুয়া এক বাড়ি থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল দিনদুপুরে। চুরি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোরের টিকির নাগাল পর্যন্ত পায়নি এয়ারপোর্ট থানার পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার গভীর রাতে নিশিকুটুম্বের দল হানা দিয়েছে স্থানীয় এক মুদির দোকানে।
জানা গেছে, এদিন গভীর রাতে স্থানীয় রবি সাহার ছেলে অভিজিৎ সাহার দোকানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানের মালামাল সব হাতিয়ে নেয় চোর। সঙ্গে নগদ টাকাও নিয়ে চম্পট দেয় নিশিকুটুম্বের দল। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের সামনের সারির দরজা ভাঙ্গা এবং ভেতরের সমস্ত মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
গান্ধীগ্রাম বাজার ও তৎসংলগ্ন এলাকায় চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় এলাকার জনগণ রাতে নিরাপত্তা নিয়ে নতুন করে সংশয়ে পড়েছেন। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসী এবং ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।