BRAKING NEWS

উদয়পুরে টি-টোয়েন্টি : বৃষ্টিতে ভেস্তে রাজারবাগ-বিবেক সংঘের ফাইনাল বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। বৃষ্টিতে ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা। উদয়পুর সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। প্রতিদ্বন্দ্বী দুই দল রাজারবাগ প্লে সেন্টার ও বিবেক সংঘের খেলোয়াড়রা, ম্যাচ রেফারি, আম্পায়ার সহ সকলে যথাসময়ে মাঠে উপস্থিত হলেও কার্যত বৃষ্টির থাবায় ম্যাচের আয়োজন সম্ভব হয়নি। উদ্যোক্তা উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ নিয়ম অনুযায়ী রিজার্ভ ডে হিসেবে রক্ষিত ২৮ জুলাই, ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন। খেতাব দখলের লড়াইয়ে আজ দু’দলই মুখিয়ে ছিল। বৃষ্টিতে ছন্দপতন। শেষ পর্যন্ত দিন পরিবর্তন করতে হলো। স্থির করা হয়েছে, জামজুরি মাঠে আগামী ২৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি। রবিবারও বৃষ্টির জন্য গ্রুপ লিগে নিজেদের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এর আগে অবশ্য সিনিয়র ক্লাব লীগ প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে লীগ পর্যায়ে রাজারবাগ প্লে সেন্টার ১০৫ রানে এবং ফাইনাল ম্যাচে ৪ উইকেটে বিবেক সংঘকে পরাজিত করেছে। স্বাভাবিক কারণে চলতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালেও রাজারবাগ কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলে রয়েছে একঝাঁক বর্তমান এবং প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার। অপরদিকে ত্রিপুরা জুনিয়র দলের একঝাঁক ক্রিকেটার রয়েছে বিবেক সঙ্ঘের দলে। ফলে লড়াই হবে জমজমাট তা বলাই বাহুল্য। তবে এটা ঠিক দু’দলই ফাইনালের আগে আবার একদিন নিজস্ব উদ্যোগে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *