মুম্বই, ২৬ জুলাই (হি.স.): ‘পোশাক খুলে’ আইনি বিপাকে পড়লেন অভিনেতা রণবীর সিং। মুম্বইয়ের চেম্বুর থানায় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ২৯২ (অশ্লীল বই বিক্রি, ইত্যাদি) ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নগ্ন ফটোশুট করে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন রণবীর। মুম্বই পুলিশের কাছে রণবীরের ‘পোশাক খোলা’ ছবির প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা। তাঁদের অভিযোগ, নারীর অনুভূতিতে আঘাত করেছেন অভিনেতা। রণবীরের নগ্ন ছবি দেখে অনেকেই কটাক্ষ করেছেন। এবার অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মামলা রুজু হয়েছে একাধিক ধারায়।