ঢাকা, ২৬ জুলাই (হি. স.) : ভারতের রাষ্ট্রপতি আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।মঙ্গলবার সম্মিলিতভাবে এই শোভাযাত্রার আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, সাঁওতাল লেখক ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ-সহ বেশ কয়েকটি ক্ষুদ্রজাতি গোষ্ঠী।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন সাঁওতাল পরিবারের সদস্য এবং ক্ষুদ্রজনগোষ্ঠীর মহিলা ও পুরুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেয়। ছিল ধামসা-মাদল। ধামসা-মাদল বাজিয়ে সাঁওতালি গান গেয়ে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তারা অভিনন্দন জানান। সকালে এরা মিলিত হন ফায়ার সার্ভিস মোড়ে। বেলা ১১টা নাগাদ শুরু হয় শোভাযাত্রা। মিছিল গিয়ে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ের দফতরে। সেখানে বঙ্গবন্ধু সমাবেশে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি কর্ণেলিউশ মুর্মু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু। ছিলেন ইস্টোফেন টুডু, লুইস টুডু, কুটিলা রাজোয়ার-সহ আরও অনেকে। সভামঞ্চ থেকে বেশ কয়েকটি দাবি পেশ করা হয়। সেই সব দাবির মধ্যে রয়েছে সাঁওতাল-সহ অন্যান্য জাতি-উপজাতির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া, সমতলে বসবাসকারী আদিবাসীদের জন্য পৃথক ভূমিকমিশন গঠন, সমতলের আদিবাসীদের তরফ থেকে বিশেষ ব্যবস্থায় সংসদে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা।