আদালতে মামলা চলাকালীন তেলিয়ামুড়ায় সমন্বয় সমিতির অফিস ভেঙে দিল প্রশাসন

তেলিয়ামুড়া, ২৬ জুলাই৷৷ হাইকোর্টে মামলা চলাকালেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস ঘরটি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন৷ হাইকোর্টের মামলা চলাকালে এভাবে সরকারি কর্মচারীদের অফিস বিভাগ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ হাইকোর্টে মামলা চলাকালীন  রাজ্য বিজেপি সরকারের প্রশাসনের নির্দেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি (এইচ.বি রোড) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিল৷ ঘটনা মঙ্গলবার দুপুর নাগাদ৷

তেলিয়ামুড়ার দুজন ডি.সি.এম এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তেলিয়ামুড়া ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়৷  প্রায় ৩০ বছর পর জায়গাটি দখলমুক্ত করলো প্রশাসন৷ এর অবস্থানটি ছিল সি.পি.আই.এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি কার্যালয়ের ঠিক পাশেই৷ এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং এবং অমর পাল জানান, সরকারি খাস জায়গায় বাম সমর্থিত কর্মচারী সংগঠনের অফিসটি  তৈরি হয়েছিল  দীর্ঘ বছর পূর্বে৷  হাইকোর্টে বিচার চলাকালীন সময়েই প্রশাসনিক চেষ্টায় সেই জায়গা মঙ্গলবার দখল মুক্ত হলো৷

অপরদিকে ভাঙ্গন প্রক্রিয়া চলাকালে যাতে কোন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ান মোতায়ন ছিল৷ অন্যদিকে সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংগঠনিক কাজে তেলিয়ামুড়া স্থিত সি.পি.আই.এম পার্টি অফিসে এসেছিলেন মঙ্গলবার৷ পরে ভাঙ্গন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে সি.পি.আই.এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, প্রশাসন ইচ্ছে করলে কর্মচারী সংগঠনের অফিসটি না ভাঙ্গলেই পারতো৷

কারণ, জায়গাটি সরকারি খাস জমি হলেও এমন বহু সরকারি খাস জায়গায় শাসক দলেরও কার্যালয় রয়েছে৷ সরকারি খাস জায়গাতে শাসক দলের অফিসগুলিকে তো  ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে না প্রশাসন৷ প্রশাসনের দখল মুক্ত অভিযান  সবার ক্ষেত্রেই সমভাবে দেখা উচিত৷  বিগত দিনে কর্মচারীদেরএই সংগঠন সরকারি খাস জমি দখল করে নিজেদের সংগঠনের কার্যালয় তৈরী করেছিল  যা বর্তমানে হাইকোর্টে মামলা চলছে৷  তবে সে যাই হোক না কেন, প্রশাসন সরকারি খাস জায়গা দখলমুক্ত করলো মঙ্গলবার এক প্রকার জোর জবরদস্তি করেই৷ তবে এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহাকুমায় এমন অনেক বিভিন্ন দলের কার্যালয় রয়েছে খাসজমিতে৷ সেগুলো কি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কিনা সেই প্রশ্ণেই শুভবুদ্ধি মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *