ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। ক্লাবের ক্রিকেটাররা প্রস্তুতিতে ব্যস্ত। আসন্ন ক্রিকেট মরশুমকে সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অনুমোদিত সব ক’টি ক্লাবের ক্রিকেটাররাই এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। এবারকার ঘরোয়া ক্লাব লীগ ক্রিকেটের মরসুম শুরু হচ্ছে ৫ আগস্ট থেকে। শুরুতেই সিনিয়র ক্লাব ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্রীড়া সূচিও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। প্রতিদিন দুই মাঠে দুটো করে চারটি ম্যাচের ব্যবস্থা করা হচ্ছে। ঘরোয়া ক্লাব ক্রিকেটের ১৪ দলীয় এই টুর্নামেন্টে গ্রুপ-এ তে থাকছে ইউনাইটেড ফ্রেন্ডস, জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি), সংহতি, শতদল সংঘ, মৌচাক, ওল্ড প্লে সেন্টার (ওপিসি) এবং ইউনাইটেড বিএসটি। গ্রুপ বি-তে রয়েছে স্ফুলিঙ্গ, কসমোপলিটন, হার্ভে, চলমান সংঘ, পোলস্টার, ব্লাড মাউথ এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি)। গ্রুপ লিগের খেলা ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ১৮ আগস্ট কোয়ার্টার ফাইনাল এবং ২০ আগস্টে সেমিফাইনালের পর ২২ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। তবে মূলপর্বে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে। উদ্বোধনী দিনে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে ওপিসি-র বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে খেলবে জে সি সি ও মৌচাক ক্লাব। বিকেলের ম্যাচে সংহতি খেলবে শতদল সংঘের বিরুদ্ধে এমবিবি স্টেডিয়ামে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলা হবে স্ফুলিঙ্গ ও ব্লাডমাউথের মধ্যে। সুচি অনুযায়ী সকালের ম্যাচ পৌনে ৯ টা থেকে এবং দিনের দ্বিতীয় ম্যাচ সোয়া ১টা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।