চড়িলাম, ২৫ জুলাই৷৷ সোমবার দুপুরে চড়িলাম ব্লক সংলগ্ন এলাকায় এক ভবঘুরের মৃত্যু হয়৷ তার নাম হারাধন সাহা(৫০), বাড়ি দক্ষিণ চড়িলাম এলাকায়৷ এই ভবঘুরের মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷
প্রসঙ্গত,দীর্ঘ আট দশ বছর ধরে এই ভবঘুরে হারাধন সাহা নীজ বাড়ি ছেড়ে চড়িলাম ব্লক সংলগ্ন পুরাতন পঞ্চায়েতের একটি বারান্দায় থাকা খাওয়ার স্থান করে নেয়৷ তার স্ত্রী অনীতা দেবনাথ ( সাহা) স্বামী হারাধন সাহার সাথে বহুবছর ধরে থাকে না বলে এলাকাবাসীরা জানায়৷ তবে পুলিশ তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্ত করে তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়৷