রায়বরেলি, ২৫ জুলাই ( হি.স.) : রায়বেরেলি থেকে প্রায় এক কোটি টাকার ৪.৪৮ কুইন্টাল গাঁজা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সোমবার জানিয়েছে। বারাবাঙ্কির বাসিন্দা সঞ্জয় সিং ওডিশা থেকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একটি দলের সদস্য ছিল বলে পুলিশ দাবি করেছে।
তিনি একটি ট্যাঙ্কারে মাদক বহন করে প্রতি ট্রিপের জন্য ২৫,০০০ টাকা পেতেন। একটি গোপন খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার ভাদোখার এলাকা থেকে সিংকে গ্রেফতার করে। গোটা মামলাটি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি) স্থানান্তরিত করা হয়েছে। তারা একটি আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।