Kalibazar:জুয়াড়িদের দৌরাত্ম্য কালীবাজারে, পুলিশ নীরব দর্শক

আগরতলা, ২৫ জুলাই৷৷ ব্যাটিং জুয়াড়িদের রঙ মঞ্চে পরিণত হয়েছে কালীবাজার৷ অবাদে চলেছে মদ, জুয়া, ড্রাগস এবং নারী ঘঠিত নানা অপরাধমূলক কার্যকলাপ৷ পুলিশ সবকিছু জেনে শুনো অদৃশ্য কারণে এসব অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ৷ বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার পরিণত হয়েছে ব্যাটিং জুয়াড়িদের মৃগয়া ক্ষেত্রে৷ পাশাপাশি ড্রাগস সেবনকারী নেশাখোরদের  রঙ্গমঞ্চে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা৷ 

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এর বণিক লেনস্থিত একটি সারের দোকান থেকে এমনই চিত্র উঠে আসলো রবিবার গভীর রাতে৷ এটা শুধু এই একটি দোকানের চিত্র নয়, এমনভাবে প্রায় দোকানেই রঙ্গমঞ্চ প্রতিদিন রাতে চলছে৷ সূত্রের খবর অনুযায়ী এই সকল দোকানগুলিতে রাতের আধারে মেয়ে সংক্রান্ত বিভিন্ন অবৈধ কার্যকলাপও সংঘটিত হয়ে থাকে৷ রবিবার গভীর রাত আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে কালীবাজার এলাকার এক দোকান থেকে উঠে এলো এলাকার তিন বিশিষ্ট বেটিং জুয়া এবং মাদক সেবনকারী বিনয় সিংহ, রাকেশ পাল, বিট্টু দেব, জয়ন্ত সিংহর মঞ্চের দৃশ্য দেখা গেলো৷ 

কিংকর সাহা বামুটিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলছে গোটা এলাকায়৷ স্থানীয় জনগণ এসব অবৈধ কার্যকলাপ সম্পর্কে পুলিশ ফাঁড়ি কিংবা থানায় অভিযোগ জানালেও কার্যকরী কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ৷ রাজ্য সরকার যেখানে রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার স্বপ্ণ দেখছে সেখানে পুলিশের একাংশের এ ধরনের  ভূমিকা পরিস্থিতিকে বিপরীতমুখী করে তুলছে৷ সর্ষের মধ্যে ভূত রেখে ভূত তাড়ানো কোনভাবেই সম্ভব হবে না৷ এজন্য রাজ্য সরকার এবং পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষকে সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷