Udaipur:উদয়পুরের হরিয়ানন্দ ইংরেজী মাধ্যম স্কুলে শিক্ষক বদলী নিয়ে জটিলতা

উদয়পুর, ২৫ জুলাই৷৷ মন্দির নগরী উদয়পুর শহরের ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা বেহাল৷ শহরের নিকট হরিয়ানন্দ ইংরেজী মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে দশ জন শিক্ষককে অন্যত্র ডেপুটেশনে নিয়ে যাওয়ায় সমস্যা জটিল থেকে জটিলতার আকার ধারণ করেছে৷ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিভাবক মহল৷ 

সারা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে কখনো শিক্ষকের অভাবে কিংবা কখনো জল বা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় প্রতিদিন কোন না কোন বিদ্যালয়ে ছাত্রছাএী কিংবা অভিভাবকরা আন্দোলন সংগঠিত করছে৷ তেমনি মন্দির নগরী উদয়পুর শহরের নিকট হরিয়ানন্দ ইংরেজী মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পড়াশুনা লাঠে উঠেছে বলে অভিযোগ বিদ্যালয়ের অভিভাবকদের৷ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস জানান, বিদ্যালয়ে প্রায় নয়শত ছাত্রছাএী৷  শিক্ষক শিক্ষিকা চবিবশ জন৷ এর মধ্যে একজন বিকলাঙ্গ৷ এক থেকে দুই জন শিক্ষক/ শিক্ষিকা থাকেন ছুটিতে৷ এর মধ্যে গত কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে দশ জন শিক্ষককে বিদ্যালয় থেকে ডেপুটেশনে নিয়ে যাবার ফলে বিদ্যালয়ে পঠন-পাঠনে দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা৷ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এক এক জন শিক্ষককে কম করে হলেও পাঁচ থেকে ছয়টি  ক্লাস নিতে হচ্ছে৷ অনেক সময় দেখা যায় শিক্ষকের অভাবে বিদ্যালয়ের শিশুরা নিজেদের মধ্যে খেলতে গিয়ে মাথা ফেঁটে যাচ্ছে৷ দেখা দিচ্ছে নানা সমস্যা৷ সামনেই বিদ্যালয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে৷ সিলেবাস শেষ করা যাচ্ছে না৷ যে সমস্ত হাতে গুনা শিক্ষক রয়েছে বর্তমানে বিদ্যালয়টিতে তারা কি ভাবে পড়াশোনা চালিয়ে যাবেন চিন্তা করে পাচ্ছেন না৷ 

দাবি উঠছে বিদ্যালয় থেকে যে দশজন শিক্ষককে অন্যএ ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যালয়ের স্বার্থে তাদের আবার এই বিদ্যালয়ে ফিরিয়ে আনা হউক৷বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ পেরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল আন্দোলনের শামিল হবেন বলে ইঙ্গিত দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *