বাজারিছড়া (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর তিন নম্বর ওয়ার্ড উত্তর হৈলামছড়া গ্রামের এক পাহাড়ি ছড়া থেকে জনৈক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি জনৈক তুফানি হালবা (৬২)-র বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
খবর পেয়ে বাজারিছড়া থানা থেকে পুলিশ গিয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর মৃতদেহটি তাঁর পরিবারবর্গের হাতে সমঝে দিয়েছে। জানা গেছে, আজ রবিবার সকালে হৈলামছড়া সংলগ্ন খুলিছড়ায় এক ব্যক্তির মৃতদেহ ভাঁসতে দেখেন স্থানীয়রা। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
বাজারিছড়া থানার পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় মানুষ মৃত ব্যক্তির পরিচয় পেয়ে খবর দেন তাঁর পরিবারে। পরিবারের লোকজন গিয়ে তাঁকে তুফানি হালবা বলে শনাক্ত করেন। নিহত ব্যক্তির বাবার নাম প্রয়াত বিশাল হালবা। বাড়ি উত্তর হৈলামছড়ায়।
জানা গেছে, গত তিন-চার দিন ধরে ভবঘুরে প্রকৃতির এই বৃদ্ধ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। যেখানে তাঁর মৃতদেহটি উদ্ধার হয়েছে, ওই স্থানটি মৃত ব্যক্তির বাড়ি থেকে প্রায় দু থেকে আড়াইশো মিটারের মধ্যে। মৃত তুফানি হালবার এক পুত্র সহ বেশ কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, দুর্ঘটনাবশত পাহাড়ি ছড়ার জলে ডুবে গত তিন চার-দিন আগেই প্রাণ হারিয়েছেন তুফানি হালবা। তাই তাঁর শরীরে পচনও ধরতে শুরু করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তুফানি হালবার মৃত্যু রহস্য্ সম্পর্কে কিছুই বলা যাবে না বলে জানিয়েছে পুলিশ।