President Kovind:রাষ্ট্রপতি কোবিন্দের বিদায় অনুষ্ঠান : জাতীয় স্বার্থে কাজ করাই সাংসদের অগ্রাধিকার

নয়াদিল্লি, ২৩ জুলাই ( হি.স.) : জনপ্রতিনিধিদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে কাজ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শনিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি কোবিন্দের সম্মানে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান এম. ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা কোবিন্দকে মালা দিয়ে স্বাগত জানান। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মী এবং সংসদের উভয় কক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, যেকোনো পরিবারে যেমন মতভেদ থাকে, তেমনি সংসদেও মাঝে মাঝে মতভেদ দেখা দেয়। কিন্তু আমরা সবাই ‘সংসদ পরিবারের’ সদস্য যাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশের বড় যৌথ পরিবারের স্বার্থে কাজ করা।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, বিশাল যৌথ পরিবারে বিভেদ নিরসনের জন্য শান্তি, সম্প্রীতি এবং সংলাপের পদ্ধতি অবলম্বন করা উচিত। তিনি আরও বলেন, গণতন্ত্রে আপনার মতামত প্রকাশের অনেক উপায় রয়েছে। শান্তি ও অহিংসার তৈরি এই সত্যাগ্রহে একটি শক্তিশালী অস্ত্র। একই সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে আমরা অন্য পক্ষকেও সম্মান করি। আসুন গান্ধীবাদী উপায়ে আমাদের অধিকার প্রয়োগ করি।

২০২০ সালে বিশ্বব্যাপী মহামারীর কথা উল্লেখ করে কোবিন্দ বলেন, এটি আমাদের জন্য ভবিষ্যতের কিছু পাঠ রেখে গেছে। আমাদের বুঝতে হবে যে আমরা প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষ স্বতন্ত্র, তবে প্রকৃতির উপরে নয়। পরিবেশের ভারসাম্যহীনতা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একই সাথে করোনা মহামারী আমাদের এটাও বুঝিয়ে দিয়েছে যে বিশ্ব একটি পরিবার এবং আমাদের সকলের অস্তিত্ব পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। এই সময়ে, রাষ্ট্রপতি কোবিন্দ ১8 মাসে ২০০ কোটি টিকা করণের কৃতিত্বের বিশেষ উল্লেখ করেছেন।
কোবিন্দ বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের মধ্যে নতুন আকাঙ্ক্ষার জন্ম হচ্ছে। এটা সম্ভব হয়েছে বৈষম্যহীন সুশাসনের মাধ্যমে। নারীর ক্ষমতায়নে মেয়েরা এগিয়ে যাচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *