নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রবিবার বিশালগড় পৌর পরিষদের ৫ নং ওয়ার্ডের নতুন সি সি রোড রিটার্নিং ওয়াল সহকারে উদ্বোধন করা হয়৷ নতুন রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ সরণি৷ নতুন এই কংক্রিট রোডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, পৌর পরিষদের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল রঞ্জন চক্রবর্তী, কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ, কাউন্সিলর রতন দেব,অন্যান্য কাউন্সিলর সহ বিজেপির কার্যকর্তা ও এলাকার বিশিষ্ট নাগরিকরগন৷ উদ্বোধন শেষে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের উন্নয়নের জন্য প্রচুর কাজ করছেন৷ কিন্তু বিশালগড়ের বিধায়ক শীতঘুমে আচ্ছন্ন৷ বিশালগড় বাসীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই উনার কাছে৷আর লাগবে ও না৷ আমরা আছি সাধারণ জনগণের পাশে তাদের সুবিধা অসুবিধায়৷আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভোটের জন্য রাজনীতি করি না, জনগণের সার্বিক কল্যাণের জন্য কাজ করি,সব সময় করে যাবো৷বিশালগড়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে সাবকা সাথ সবকা বিকাশের মূলমন্ত্রে৷
2022-07-24