নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রবিবার সকালে মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় আক্রান্ত হলেন কংগ্রেস সমর্থক আরও এক মহিলা৷ আক্রান্ত মহিলাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷বিধানসভা নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েক মাস বাকি৷ নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা, অফিস ভাঙচুর সহ নানা হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত রয়েছে৷ মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় কংগ্রেসের সভায় হামলার ঘটনার চিত্র ক্যামেরা বন্দি করায় ওই এলাকার কংগ্রেস সমর্থক সুলেখা খাতুনকে রবিবার সকালে বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে শাসক দলের কিছু দুর্বৃত্ত৷ তারা সুলেখা খাতুনের বাড়িতে গিয়ে বাড়ি ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে এবং তাকে বেধড়ক মারধর করেছে৷ তাতে সুলেখা খাতুন গুরুতর অভাবে আহত হয়েছেন৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ কংগ্রেস নেতারা হাসপাতালে গিয়ে আক্রান্ত কংগ্রেস সমর্থক সুলেখা খাতুনকে দেখে আসেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেখা খাতুন জানায় শচীন্দ্র লাল এলাকায় কংগ্রেসের অফিসে হামলা ও ভাঙচুরের ছবি ক্যামেরাবন্দি করছিল সুলেখা খাতুন৷ সেই অপরাধে তাকে রবিবার সকালে বাড়িতে গিয়ে বেধরক মারধর করা হয়৷ প্রমাণ লোপাটের জন্য তার কাছ থেকে ক্যামেরাটি নিয়ে যেতে এসেছিল তারা৷ আক্রান্ত মহিলা জানান মাত্র দু মাস আগে তার গোল্ড ব্লাডার অপারেশন হয়েছে৷ এ অবস্থায় তিনি এখনো সুস্থ হয়ে ওঠেননি৷ অসুস্থ ওই মহিলাকে বিজেপি সমর্থকরা যেভাবে মারধর করেছে তাতে তিনি আরো অসহায় হয়ে পড়েছেন৷কংগ্রেস নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেছেন এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে৷ অভিযুক্তদের নামধাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি৷ প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, রাজ্যের শাসক দল বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের উপর এভাবে হামলা সংগঠিত করে চলেছে৷ এর যোগ্য জবাব দিতে কংগ্রেস দল প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে কংগ্রেস দলের নেতা কর্মী সমর্থকদের ওপর শাসক দলের দুর্বৃত্তরা হামলা শুরু করেছে তাতে আসন্ন বিধানসভা নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা সম্ভব হবে তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷
2022-07-24