নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : উত্তরপ্রদেশে আগামী তিন দিন হেলিকপ্টারে কানওয়ার যাত্রীদের উপর ফুল বর্ষণ করা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে করে কানওয়ার যাত্রা পর্যবেক্ষণ করতে এবং কানওয়ারিয়াদের উপর ফুল বর্ষণের নির্দেশ দিয়েছেন।
শনিবার থেকে তিনদিন হেলিকপ্টার থেকে মনিটরিংয়ের পাশাপাশি কানভাদ তীর্থযাত্রীদের উপর ফুলের বর্ষণ হবে। শুরু হবে সাহারানপুর, মিরাট ডিভিশন থেকে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর কানওয়ারিয়াদের গায়ে ফুল দেওয়ার প্রথা শুরু করেছিলেন। রাজ্য সরকারের মুখপাত্র বলেন, আগের সমাজবাদী পার্টি সরকারে কানওয়ার যাত্রা বের হতে দেওয়া হয়নি। এমনকি শিব ভক্তরাও ব্যান্ড বাজের সুরে ভোলেনাথের গান ও গুণগান গাইতে পারেননি। উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু শিব ভক্তদের নিরাপত্তাই দেননি, তার সম্মানে হেলিকপ্টার থেকে ফুলও বর্ষণ করছেন। এবারও শিব ভক্তদের সম্মানে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।