নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আগরতলা টাউন হলে৷ এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং, ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন সহ রাজ্যের বিভিন্ন প্যাক্স ল্যাম্পসের কর্মকর্তারা৷ এদিনের এই সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি৷ এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সাধারণ নাগরিকের কল্যাণে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগী হয়েছেন৷ তিনি জানান রাজ্যের এডিসি এলাকা গুলিতে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অনেক দূর দূর পর্যন্ত ব্যাংকের কোন শাখা নেই৷ তিনি জম্পুই পাহাড়ের কথা বলতে গিয়ে বলেন অনেক বড় ভৌগোলিক এলাকা হলেও এখানে কোন ব্যাংকের শাখা নেই৷ ফলে সাধারণ মানুষকে ব্যাংকের কাজে ভাঙমুন যেতে হয়৷ সেখানেও যাতায়াতের যথেষ্ট সমস্যা রয়েছে৷ এইসব জায়গায় কো-অপারেটিভ ব্যাংকের শাখা খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷
2022-07-23