Mamata Banerjee:তিলককে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : কেশব গঙ্গাধর তিলককে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, আমি আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলককে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। অমর দেশপ্রেমিক বাংলার মুক্তিযোদ্ধাদের সাথে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। আমরা আজও তাঁর চেতনায় অনুপ্রাণিত।“

প্রসঙ্গত, বাল গঙ্গাধর তিলক (জুলাই ২৩, ১৮৫৬ – ১ আগস্ট, ১৯২০) ছিলেন পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় অস্থিরতার জনক বলতেন। তাঁকে সম্মানসুচক লোকমান্য বলা হত, যার অর্থ “জনগণ দ্বারা গৃহীত (নেতা হিসাবে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *