ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।শনিবার থেকে কমলপুর মহাবীর চা বাগানের মাঠে শুরু হলো মহাবীর চা শ্রমিক সংঘ আয়োজিত এক মাসব্যাপী লীগকাম নক আউট ফুটবল টুর্নামেন্ট । এই লীগকাম নক আউট ফুটবল টুর্নামেন্টের রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধন করার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, ত্রিপুরা টি সেলের কনভেনার চন্দ্র শেখর কুরমী, মহাবীর চা শ্রমিক সমবায় সমিতির সভাপতি ভানু প্রতাপ লুধি, বিশিষ্ট সমাজ সেবী সুজিত দেব প্রমুখ। এই টুর্নামেন্টে মোট ২৪টি ফুটবল টিম অংশ গ্রহন করে। এদিন উদ্বোধনী ম্যাচে কমলপুর সানাইয়া রিয়াং পাড়া এফসি ভ্রু বনাম কৈলাসহর মুর্তিছড়া চা বাগানের মুখোমুখি হয়। কৈলাসহর মুর্তিছড়া দল ৪ –১ গোলের ব্যবধানে কমলপুর সানাইয়া রিয়াং পাড়া এফসি ভ্রু একাদশকে হারিয়ে দিলো। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিধায়িকা স্বপ্না দাস বলেন স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলাধুলা জরুরী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শরীরকে সচল রাখতে সাহায্য করে। তাছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, রাজ্যের টি সেলের কনভেনার চন্দ্র শেখর কুরমী প্রমুখ।