আগরতলা, ২৩ জুলাই : বাংলা ভাষা ও কৃষ্টি সংস্কৃতির অবদমন রুখতে শনিবার বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে শিবনগর অফিসের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয়েছে। মিছিলটি কলেজ রোড এলাকা পরিদর্শন করেছে। বাংলা ভাষা ও কৃষ্টি সংস্কৃতির অবদমন রুখতে, ১০০% স্থানীয় বেকারদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের দাবিতে এবং বাঙ্গালীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বাঙালি ছাত্রসমাজ যুব সমাজের পক্ষ থেকে শনিবার মিছিল সংঘটিত করা হয়েছে।
মিছিলে অংশ নিয়ে বাঙালি ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে বাংলা ভাষা ও কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা রীতিমত চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভাষা এবং কৃষ্টি সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বাঙ্গালীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তারা। আগামী দিনগুলিতেও বাঙালি সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং অর্জিত অধিকার রক্ষার দাবিতে বাঙালি ছাত্র যুব সমাজ লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে বলে জানান নেতৃবৃন্দ। আমরা বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষ থেকে শিবনগর স্থিত আমরা বাঙালির সদর কর্যালয়ের সামনে থেকে একটি মিছিল সংঘটিত করা হয়।