BRAKING NEWS

Chess:রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা চ্যাম্পিয়নশিপ রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। নাম জমা দেওয়ার শেষ সুযোগ আগামীকাল। টুর্নামেন্ট একদিনের, ২৪ জুলাই। একদিনেই ৫ রাউন্ডের খেলা হবে। উদ্যোক্তা অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। ত্রিপুরা স্টেট অনূর্ধ্ব-৯ বালক ও বালিকাদের রাজ্যস্তরীয় টুর্নামেন্ট। এখনও যারা নাম জমা দেয়নি, আগামীকাল, শনিবার রাত আটটার মধ্যে নির্ধারিত ফি দিয়ে নাম জমা দিতে আহ্বান জানানো হচ্ছে। খেলা হবে সুইস লীগ পদ্ধতিতে। শুরু হবে ২৪ জুলাই, রবিবার সকাল ৯টা থেকে। দাবাড়ুদের অবশ্যই নির্ধারিত সময়ের আগে রিপোর্ট করতে হবে। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন অভিজিৎ ঘোষ। বালক ও বালিকা – দুটি বিভাগে সেরা চারজন করে মোট আটজনকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত দাবাড়ুদের নিয়ে রাজ্য দল গঠন করা হবে। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর ছত্তিশগড়ে জাতীয় অনূর্ধ্ব-৯ বালক- বালিকাদের চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা অংশগ্রহণ করবে এবং এর জন্যই রাজ্য দল গঠন করা হচ্ছে। এদিকে, হরিয়ানায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১১ জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতার জন্যও রাজ্য দল গঠন করা হবে। এজন্য নির্বাচনী প্রতিযোগিতা হবে ২৬ জুলাই। এতে অংশ নিতে ইচ্ছুক খুঁদে দাবারুদের ২৫ জুলাইয়ের মধ্যে এন্ট্রি নিতে বলা হচ্ছে। হরিয়ানায় অনূর্ধ্ব-১১ জাতীয় দাবা শুরু হবে ২৯ অক্টোবর থেকে। শেষ হবে ৬ নভেম্বর। উল্লেখ্য, দুটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দাবাড়ুদের ২০২২-২৩ এর অল ইন্ডিয়া চেস ফেডারেশনের আই.ডি আপডেটেড থাকা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *