বিলোনিয়া, ২২ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় একটি দোকানে গত কয়েক দিনের ব্যবধানে দুবার পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও অগ্নিকাণ্ডে দোকানটির বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।
গত ১৯ জুলাই রাতে বিলোনিয়া এসডিপিও অফিস সংলগ্ন মির্জাপুর এলাকায় দেবানন্দ দেবনাথের কাপড় দোকানে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতীরা। পথ চলতি এক ব্যক্তি দেখে ফেলায় অল্পের জন্য রক্ষা পেয়ে যায় দোকানটি। কিন্তু এতে ক্ষান্ত হয়নি ওই দুষ্কৃতিকারী। তাই গতকাল রাতে আবার পেট্রোলের বোতল রেখে আগুন দেয় সেই দোকানে। আগুন দেওয়ার আগে দোকানের দরজায় সজোরে লাথি দেয়। এতে লাথি দেওয়া দুষ্কৃতীর জুতো ঘরে ঢুকে যায়। অবশেষে পেট্রোলের বোতলে আগুন দিয়ে চলে যায় দুষ্কৃতী। কিন্তু বরাত জোরে বেঁচে যায় দোকানটি। কিছুক্ষণ আগুন জ্বলার পর আগুন নিভে যায়। তবে দোকানের তেমন কোনো ক্ষতি হয়নি।
আজ সকালে দোকানে এসে ঘটনা দেখতে পেয়ে আতকে উঠেন দোকান মালিক। মুহূর্তের মধ্যে জড়ো হয় এলাকাবাসী সহ পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। পুলিশ এসে ঘটনা সরজমিনে দেখে তদন্ত শুরু করে। এখন দেখার বিষয় হলো কি কারনে পরপর দুইদিন এই দোকানে আগুন লাগালো দুষ্কৃতীরা। অথচ দোকান মালিক জানায় তার সাথে কারোর শত্রুতা নেই।