BJP:ফেসবুকের কভার ছবি বদলে ফেলুক ভারতীয়েরা, টুইটার, ইনস্টাগ্রামেও বদল চান মোদী-শাহ

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির প্রাক্কালে দেশজুড়ে একটা আবহ তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার।

স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনকে সরকারের পাশাপাশি সাধারণের উৎসব করে তুলতে চায় কেন্দ্র। শুধু তাই নয়, বিজেপিও দেশ জুড়ে সেই প্রচার চায়।সাধারণ মানুষও যেন এই সময়টায় নিজেদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের কভার ছবিতে জাতীয় পতাকা রাখেন। শুরুর দিন হিসাবে ২২ জুলাইকে বেছে নেওয়ার কারণ, ১৯৪৭ সালের এই দিনেই ভারতের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়েছিল।

লক্ষ্য নেওয়া হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ অগস্ট দেশের ২০ কোটি বাড়িতে উঠুক জাতীয় পতাকা। আর ২২ জুলাই থেকেই সরকারি স্তরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির প্রচার শুরুর আর্জি জানানো হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, সব সরকারি ওয়েবসাইটে ২২ জুলাই থেকে ১৫ অগস্ট জাতীয় পতাকার ছবি থাকুক। একই পরামর্শ দেওয়া হয়েছে সব রাজ্য সরকারকেও। একই সঙ্গে চাওয়া হয়েছে,

শুক্রবারই একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে বিভিন্ন রাজ্যের সঙ্গে এই কর্মসূচি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের বাইরে দেশের সব বেসরকারি সংস্থার দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্তরাঁ, টোল প্লাজা, থানাতেও জাতীয় পতাকা পর পর তিন দিন উত্তোলন করতে হবে।

সেখানেই বলা হয়, সরকারি ওয়েবসাইটের পাশাপাশি সাধারণ মানুষকেও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জাতীয় পতাকার ছবি লাগানোর জন্য উৎসাহ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের মানুষকে বলা হবে, তাঁরা যেন জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে তা সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করেন। আর যাঁরা বাড়িতে পতাকা তুলবেন তাঁদেরও সরকারের তৈরি ‘হরঘরতিরঙ্গা ডট কম’ ওয়েবসাইটে ছবি-সহ আপলোড করতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *