নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে একটি বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে স্থগিত করতে অস্বীকার করা হয়েছিল।
মামলাটি ২০০৬-০৭ সালের। ইয়েদুরাপ্পা সেসময় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ছিলেন। ইয়েদুরাপ্পা তাঁর আমলে কিছু শিল্পপতিকে জমি দেওয়ার জন্য ডিনোটিফাই করেছিলেন বলে অভিযোগ। এই ক্ষেত্রে বাসুদেব রেড্ডি দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) ধারার অধীনে কর্ণাটক লোকায়ুক্তের কাছে অভিযোগ করেছিলেন৷ এই বিষয়ে, কর্ণাটক লোকায়ুক্ত পুলিশ ২০১৫ সালে ২১ ডিসেম্বর এফআইআর করেছিল৷