ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। ক্রীড়া দপ্তরের যোগা সেল থেকে এন এস আরসিসিতে যোগা খেলোয়াড়দের জন্য পোশাক দেওয়া হলো। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগ্যে কয়েকমাস পূর্বে এই যোগা সেন্টারটি চালু করা হয় এন.এস.আর.সি.সি-তে। ব্যাপক সাড়া পেল এতে পর্ষদ। রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে ক্রীড়া দপ্তরের যোগা সেলের কাছে অনুরোধ করা হয় এনএসআরসিসি-তে যোগা খেলোয়াড়দের যাতে পোশাক দেওয়া হয়। দপ্তরও এতে সবুজ সংকেত দেয়। অবশেষে আজ, শুক্রবার বিকেলে খুদে খেলোয়াড়দের হাতে যোগার পোশাক তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী এবং স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম-সচিব দিবেন্দু দত্ত প্রমুখ। খেলোয়াড়রা এই পোশাক গুলো পেয়ে খুবই খুশি হলো। এনএসআরসিসি-র যোগা হলে এই পোশাক গুলো তুলে দেওয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।