জামশেদপুর, ২২ জুলাই (হি.স.) : পুলিশ লাইন্স কোয়ার্টারে এক মহিলা কনস্টেবল, তাঁর মা এবং তাঁর মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার পুলিশ কর্তারা আরও জানিয়েছেন, ওই পুলিশ কর্মীকে গত দুদিন ধরে দেখা যাচ্ছিল না। এদিন প্রতিবেশিদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। অথচ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ঘরের তালা ভেঙে পুলিশ ঘরে ঢুকে তিজনের দেহ উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন। মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসে ফরেনসিক দলও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সিনিয়র পুলিশ সুপার প্রভাত কুমার জানান।
2022-07-22