গুজরাতি ছবিতে ডেবিউ করতে চলেছেন অমিতাভ বচ্চন

মুম্বই, ২২ জুলাই (হি. স.) : দক্ষিণের পর এবার গুজরাতি ফিল্মে দেখা যাবে বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চনকে । আগামী ১৯ আগস্টেই মুক্তি পেতে চলেছে অমিতাভের গুজরাতি চলচ্চিত্র তথা কমেডি ফিল্ম ফাক্ট মাহিলাও।

ফাক্ট মাহিলাও ছবিতে বিগ বি-এর ভূমিকা সম্পর্কে লেখক এবং পরিচালক জে বোদাস বলেছেন, “এই ছবিতে তিনি একটি ক্যামিও গুজরাটি চরিত্রে অভিনয় করছেন। তবে তাঁর ভূমিকা ছোট হলেও, আমার বিশ্বাস মানুষ এটি পছন্দ করবে।” ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্ত পেয়েছে। এই ছবিতে মূলত ২৮ বছর বয়সী একজন মধ্যবিত্ত মানুষ চিন্তন পারিখের জীবন দেখানো হয়েছে, যার চরিত্রে অভিনয় করছেন যশ সোনি। যার জীবনে নারীদের দ্বারা পরিবেষ্টিত, যাতে তিনি বিরক্ত। এবার তিনি আম্বাজি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং এমন একটি শক্তি চান যা তাঁকে মহিলাদের বুঝতে সাহায্য করবে। আর এতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে একজন পুরুষের চরিত্রে।