কলকাতা, ২১ জুলাই ( হি.স.) : উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভা বা জগদীপ ধনখড়কে কাউকেই সমর্থন করছে না তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ২২ জন লোকসভা এবং ১৩ জন রাজ্যসভার সাংসদকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তবে সাংবাদিক বৈঠকে সুদীপ কোনও মন্তব্য করেননি।
অভিষেকের কথায়, এনডিএ প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। আবার বিরোধী প্রার্থী কে হবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘‘এনডিএ যাঁকে প্রার্থী করেছে, সেই জগদীপ ধনখড়ের কী দৃষ্টিভঙ্গি ছিল সবাই দেখেছেন। তাই এ নিয়ে আজ কোনও মন্তব্য করব না। কিন্তু যে ভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে তা ঠিক নয়।’’