মুম্বই, ২১ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২,২৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এছাড়া করোনভাইরাসে ছজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের সামগ্রিক সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০,২৭,৩৯৫ জন এবং মৃতের সংখ্যা ১,৪৮,০৪৫ এ পৌঁছেছে।
রাজ্যে এখনও ১৪,৫১৯টি সক্রিয় কেস রয়েছে, যার মধ্যে ৫,১২৫টি পুনেতে, ১,৯৩৭টি মুম্বই এবং ১,৩৮৪টি নাগপুর জেলায় রয়েছে। রাজ্যের পুনরুদ্ধারের হার ৯৭.৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৮৪ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে সর্বাধিক ৮১০ টি পুনে সার্কেল থেকে, তারপরে মুম্বই (৫২৮), নাগপুর (৩৭১), নাসিক (২১১), আকোলা (১১৭), ঔরঙ্গাবাদ (৯৬), লাতুর (৮৪) এবং কোলহাপুর (৭২)রয়েছে। ছয়টি মৃত্যুর মধ্যে চারজন মুম্বই সার্কেলে এবং দুটি পুনে সার্কেলে ঘটেছে।