আগরতলা, ২১ জুলাই৷৷ একাদশ শ্রেণীতে ভর্তি হতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ এর প্রতিবাদে আজ তোতাবাড়িতে প্রতিবাদ বিক্ষোভ এবং পথ অবরোধ সংঘটিত করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ ছাত্র আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য শাসকদলের একাংশ ময়দানে নামার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
২০২২ সালের মাধ্যমিক উত্তির্ণ ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন স্কুলে গেলেও তাদের ভর্তি নিচ্ছেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এমনটাই অভিযোগ৷ তারই প্রতিবাদে কল্যাণপুর ব্লক এলাকার তোতাবাড়ি স্কুলের ছাত্র-ছাত্রীরা খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধে বসে৷ ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিজেপির বাইক বাহিনীর শিবু দেবনাথ ও দীপক সরকার অবরোধস্থলে এসে আন্দোলন প্রত্যাহার করার জন্য ছাত্র-ছাত্রীদের হুমকি-ধমকি দিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ৷
শুধু কল্যাণপুর এলাকার তোতাবাড়ি নয়, বিভিন্ন স্থানে বর্তমান সময়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রী হোক বা এলাকাবাসী একাংশের শাসক দলীয় নেতা ও বাইক বাহিনী এ ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ৷ প্রতিটি ক্ষেত্রেই বহিরাগতরা আন্দোলন স্থলে এসে আন্দোলনকারীদের সাথে এ ধরনের দুর্ব্যবহার করে যাচ্ছে, যা প্রতিনিয়ত সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে৷ বৃহস্পতিবারের তোতাবাড়ি এলাকায় এই ধরনের ঘটনায় অভিভাবক মহল থেকে শুরু করে সর্বত্র বইছে নিন্দার ঝড়৷