BRAKING NEWS

ShivSena:শিবসেনায় ফিরলেন শিন্দে গোষ্ঠীতে যাওয়া ২০ জন কাউন্সিলর

মুম্বই, ২১ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের আগে শিন্দে গোষ্ঠীর সঙ্গে যাওয়া ২০ জন কাউন্সিলর বৃহস্পতিবার শিবসেনায় ফিরে এসেছেন। শিবসেনা যুব নেতা আদিত্য ঠাকরে বলেন, অসততার মধ্য দিয়ে রাজ্যে আসা শিন্দে-ফড়নবিস সরকার কয়েকদিনের অতিথি। তিনি আরও বলেন, শিবসেনা সভাপতি যখন অসুস্থ ছিলেন, হাত-পা নড়াতে পারছিলেন না, তখন একনাথ শিন্দে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ষড়যন্ত্র করেছিলেন।

আদিত্য ঠাকরে বৃহস্পতিবার মুম্বই সংলগ্ন ভিওয়ান্ডি শহরে শিবসেনা কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে আদিত্য ঠাকরে শিন্দে গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে, তাদের শিবসেনা থেকে পদত্যাগ করে আবার প্রতিদ্বন্দ্বিতা করুক। শিবসেনা কর্মীরা এই সব বিশ্বাসঘাতকদের শিক্ষা দেবেন।

শিবসেনা বিধায়ক রাজন সালভি বলেন, ২৩ জনের মধ্যে ২০ জন শিবসেনা কাউন্সিলর শিন্দে গোষ্ঠীকে সমর্থন করেছিলেন। কিন্তু এই ২০ জন কাউন্সিলর আবার শিবসেনার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *