ডিব্রুগড় (অসম), ২০ জুলাই (হি.স.) : বাথরুমে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন অসমিয়া যুবপ্রজন্মের হার্টথ্রব বিশিষ্ট সংগীত-তারকা, চিত্রপরিচালক, প্রযোজক জুবিন গাৰ্গ। তাঁর মাধায় প্রচণ্ড আঘাত লেগেছে, ফলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। জুবিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
ঘটনা মঙ্গলবার রাতে ডিব্রুগড়ের মনোহারি রিজর্টে সংঘটিত হয়েছে। জুবিনের জনৈক সঙ্গী জানান, বাথরুমে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। সঙ্গে সঙ্গে জুবিন গাৰ্গকে নিয়ে যাওয়া হয় ডিব্ৰুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি সঞ্জীবনী হাসপাতালে। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে, জানান জুবিনের সঙ্গীটি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গায়ক জুবিন গার্গ সংকটমুক্ত। তবে ২৪ ঘণ্টা তাঁকে অবজার্ভেশনে রাখা হবে জানিয়েছেন কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক। ইতিমধ্যে তাঁর সিটিস্ক্যানও সম্পন্ন হয়েছে, জানিয়েছেন ডাক্তার।
অন্যদিকে জুবিন গাৰ্গ যাতে যাবতীয় উন্নতমানের চিকিৎসা পান, তা সুনিশ্চিত করতে ডিব্রুগড়ের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা৷