ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তড়িতাহত হাতি অল্পেতে প্রাণে বাঁচল

কৈলাসহর, ২০ জুলাই (হি. স.) : ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে তড়িতাহত হয়ে একটি হাতি অল্পেতে প্রাণে বেঁচেছে। ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমায় ইরানী থানা এলাকায় ওই ঘটনায় বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। তাতে, জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনগণের বক্তব্য, ইরানি গ্রামে একটি হাতিকে সাথে নিয়ে মাহুত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথ চলার সময় মাহুত কিছুটা এগিয়ে যান। হঠাৎই তিনি লক্ষ্য করেন হাতিটি রাস্তায় লুটিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি দেখেন হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি স্বাভাবিক হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উপর এই বিদ্যুতের তারটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু, পরিবাহী তার সারাই করার কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছে না বিদ্যুৎ দপ্তর। যার খেসারত দিতে হলো এই অবলা প্রাণীটিকে। এলাকাবাসীর দাবি, দ্রুত এই বিদ্যুতের সমস্যা সমাধান না করলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *