নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের তৃতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। বুধবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
শুধুধু সংসদের বাইরেই নয়, এদিন লোকসভা ও রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন বলেছেন, “যাঁরা স্লোগানে লিপ্ত সেই সমস্ত সদস্যদের আমি বলতে চাই, আপনারা আলোচনায় অংশ নিন। জনগণ চায় সংসদ কাজ করুক।” কিন্তু, বিরোধীরা স্পিকারের কথায় কর্ণপাত করেননি। চলতে থাকে স্লোগান, তাই দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। একই পরিস্থিতি দেখা যায় রাজ্যসভাতেও।