BRAKING NEWS

Narendra Singh Tomar:ভারত কৃষিক্ষেত্রে ভুটানকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবে: তোমর

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : ভারত কৃষিক্ষেত্রে ভুটানকে সমস্ত সম্ভাব্য সাহায্য অব্যাহত রাখবে বলে জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বুধবার কৃষি ভবনে ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মার সঙ্গে বৈঠকে তোমর বলেন, ভারত দু দেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে উদারভাবে সহযোগিতা করছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর ভুটানের মন্ত্রী শর্মা সহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে গিয়ে দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তোমর বলেন, ভারত এই বন্ধুত্ব বাড়াতে উদারভাবে সহযোগিতা করছে। দু দেশের মধ্যে বাণিজ্য অংশীদারিত্বও বৃদ্ধি পেয়েছে এবং ভারত এটি আরও গভীর হওয়ার পক্ষে।
তোমর আরও বলেন, আমরা ভুটান থেকে বিভিন্ন কৃষি পণ্যের জন্য ভারতীয় বাজার উন্মুক্ত করার জন্যও কাজ করছি। ভুটানের অনুরোধে আরও এক বছরের জন্য ভারত আদা রপ্তানি এবং আলু রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। উভয় দেশ কৃষি খাতে একসাথে কাজ চালিয়ে যাবে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলি বিবেচনায় রেখে আমরা ভুটানের অনুরোধের প্রতি ইতিবাচক পন্থা গ্রহণ করব বলে তোমর আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *